বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি মন্ধানা
সিরিজ জেতার সুযোগ ছিল ভারতের মহিলা দলের কাছে৷ কিন্তু হয়নি৷ ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিতীয় টি-টোয়েন্টি হেরেছে ভারত৷ দল হারলেও রেকর্ড গড়েছেন স্মৃতি মন্ধানা৷ মহিলাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক অর্ধশতরান করেছেন তিনি৷
দ্বিতীয় ম্যাচে ভারত হারলেও ব্যাট হাতে রান পেয়েছেন মন্ধানা৷ ৪১ বলে ৬২ রান করেছেন তিনি৷ এটি মন্ধানার ২৯তম অর্ধশতরান৷ টি-টোয়েন্টিতে এত বেশি অর্ধশতরান আর কারও নেই৷ এর আগে নিউ জিল্যান্ডের সুজি বেটসের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন মন্ধানা৷ দু’জনেরই ২৮টি অর্ধশতরান ছিল৷ বেটসকে টপকে গিয়েছেন মন্ধানা৷ ১৪৭তম টি-টোয়েন্টিতে এই কীর্তি করেছেন তিনি৷