ছোটদের লিগেও ভারতসেরা মোহনবাগান
আইএসএলের লিগ-শিল্ড এবং কাপ জিতেছে মোহনবাগান৷ এ বার ছোটদের লিগেও তারা ভারতসেরা৷ সোমবার আরএফডিএল ফাইনালে ক্লাসিক ফুটবল অ্যাকাডেমিকে ৩-০ গোলে হারিয়েছে তারা৷ হ্যাটট্রিক করে নায়ক পাসাং তামাং৷
আইএসএলের লিগ-শিল্ড এবং কাপ জিতেছে মোহনবাগান৷ এ বার ছোটদের লিগেও তারা ভারতসেরা৷ সোমবার রিলায়্যান্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের (আরএফডিএল) ফাইনালে ক্লাসিক ফুটবল অ্যাকাডেমিকে ৩-০ গোলে হারিয়েছে তারা৷ হ্যাটট্রিক করে নায়ক পাসাং তামাং৷