বিশ্বলিপি

Baba's Name
শ্রী প্রভাতরঞ্জন সরকার

বিশ্ব-জনের সাধারণ সুবিধার জন্যে একটি বিশ্ব-ভাষার প্রয়োজন যতখানি, একটি সাধারণ বিশ্ব-লিপির প্রয়োজন সে তুলনায় কিছুই নয়৷ তবে হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন ভাষা একই লিপিতে লিখিত হলে ভাষা শিক্ষায় যে কিছুটা সুবিধা হবে একথা অনস্বীকার্য৷ বিশ্বের প্রচলিত লিপিগুলির মধ্যে রোমান লিপিই সব চেয়ে বেশী বিজ্ঞানসম্মত৷ তবে প্রচলিত সমস্ত ভাষাতে এই লিপির ব্যবহার করতে কতকগুলি বাস্তব অসুবিধা দেখা দেবে৷ তাছাড়া স্থানীয় লিপিগুলির প্রতি মানুষের একটা দুলতাও আছে৷ আমার মনে হয় বিভিন্ন ভাষায় রোমান লিপি গ্রহণ করা বা না-করাটা সেই ভাষা-ভাষা জন-গোষ্ঠীর ওপরে ছেড়ে দেওয়াই ভাল৷ তবে বিশ্ব-লিপি হিসেবে রোমান লিপিটি যত শীতে সংখ্যক লোক চিনে নেয় ততই ভাল৷
যে যুগে যে ভাষাটি বিশ্ব-ভাষা হবে, সে যুগে সে ভাষায় প্রচলিত লিপিটিকেই যে বিশ্ব-লিপি বলে মেনে নিতে হবে এমন কোনো কথা নেই বরং যে যুগে যে লিপিটি সর্বাপেক্ষা বিজ্ঞান-সম্মত বলে বিবেচিত হবে সেটিই হবে বিশ্ব-লিপি ও তৎকালীন বিশ্ব-ভাষার পঠন-পাঠন সেই বিশ্ব লিপিতেই হবে৷

উৎস

আজকের সমস্যা বই থেকে