ভারতে ধর্মীয় হিংসা বাড়ায় উদ্বেগ আমেরিকায়

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আচ্ছে দিনের ভারতে ধর্মীয় হিংসা বাড়ছে৷ আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন মার্কিন বিদেশ দপ্তরকে জানায় ভারতে ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে৷ কমিশনের বক্তব্য হিন্দুত্ববাদী সরকারের আমলে ভারতে বিপন্ন ধর্মীয় স্বাধীনতা, কমিশন মার্কিন সরকারের কাছে সুপারিস করেছে বিশ্বের যেসব দেশে ধর্মীয় স্বাধীনতা বিপন্ন সেই তালিকায় ভারতকে অন্তর্ভুক্ত করা হোক৷ এই স্বাধীন সংস্থা গত দু’বছরও তাদের প্রতিবেদনে জানিয়েছিল ভারতের ধর্মীয় স্বাধীনতা উদ্বেগজনক ছিল৷ সেই পরিস্থিতি একটুও বদলায়নি৷

এদিকে দেশের ১০০ জনেরও বেশী আমলা প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীকে চিঠি দিয়ে সাম্প্রদায়িক বিদ্বেষের বিরুদ্ধে সরব হলেন৷ তাঁরা বিজেপি শাসিত কতকগুলি রাজ্যের উল্লেখ করে লেখেন যা ঘটেছে তা ভারতীয় সংবিধানের মৌলিক নীতি ও আইনের শাসনের পরিপন্থী৷ চিঠিতে দেশের বিভিন্ন প্রান্তের  জনগোষ্ঠীর প্রতি ঘৃণা ও বিদ্বেষ ছড়ান হচ্ছে বলে লেখা হয়৷