সূর্য গবেষণায় বাঙালী

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

নাসা ও লকহিড মার্টিন সোলার এ্যাণ্ড এ্যাস্ট্রো ফিজিক্স ল্যাবরেটরী যৌথভাবে সূর্য নিয়ে গবেষণা করবেন পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ারের গবেষক শৌভিক বসু৷ তিনি এর আগে ২০১৯ সালে  সূর্যকণার ওপর গবেষণা করেছিলেন নাসাতেই৷ এবারে তিনি নাসাতেই সূর্য নিয়ে গবেষণা করার সুযোগ পেয়েছেন৷

শৌভিক জানায় এবার পি.এইচ.ডি শেষ করার পর লকহিড মার্টিন সোলার এ্যাণ্ড এ্যাস্ট্রো ফিজিক্স ও  নাসায় সূর্য নিয়ে গবেষণার সুযোগ পেয়েছি৷ এই গবেষণার কাজ তিন বছর চলবে৷