আগামী ৫ই মার্চ দধীচি দিবস
আগামী ৫ই মার্চ দধীচি দিবস৷ ১৯৬৭ সালের ৫ই মার্চ আনন্দমার্গের নির্মীয়মান প্রধান কার্যালয় আনন্দনগরের ওপর সিপিআই ও সিপিএমের গুণ্ডারা মিলিতভাবে আক্রমণ চালিয়ে আনন্দমার্গের পাঁচ জন সর্বত্যাগী সন্ন্যাসী ও সর্বক্ষণের কর্মীকে নৃশংসভাবে হত্যা করেছিল৷ তারা সেদিন আনন্দমার্গকে ধবংস করতে চেয়েছিল৷ কিন্তু আজ সেই সিপিআই, সিপিএম প্রায় অস্তিত্বহীন৷ অথচ আনন্দমার্গের বিজয়রথ সারা পৃথিবী জুড়ে এগিয়ে চলেছে৷ সেদিন পাপশক্তির আক্রমণে যাঁরা ‘দধীচি’ হয়েছিলেন তাঁদের ও পরবর্তীকালেও আনন্দমার্গের মহান আদর্শের প্রতিষ্ঠাকল্পে যাঁরা ‘দধীচি’ হয়েছেন তাঁদের প্রতি বিশেষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্যে ও তাঁদের আত্মত্যাগে প্রেরণা নিয়ে নিপীড়ি