জ্যোতিবিকাশ সিন্হা
অজস্র বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দেশ আমাদের মাতৃভূমি এই ভারতবর্ষ৷ ভিন্ন ভিন্ন ভাষা, জাতি, পোশাক-পরিচ্ছদ, গাত্রবর্ণ, সামাজিক রীতিনীতি, কৃষ্টি সংস্কৃতি, চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত মানুষের বাস এই বিশাল দেশে৷ কশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত এই দেশ ভূসম্পদ, প্রাকৃতিক সম্পদ, প্রাণী ও মানবসম্পদে সমৃদ্ধ৷ এছাড়া রয়েছে জলবায়ু, আবহাওয়া, প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশগত বিভিন্নতা৷ এত বৈচিত্র্য ও বিভিন্নতা সত্ত্বেও সমগ্র দেশ মিলনের ঐতিহ্যে মৈত্রীর বাঁধনে একসূত্রে গাঁথা৷ এই দেশের মহান আধ্যাত্মিকতার আদর্শ, জ্ঞান-বিজ্ঞানের চর্র্চ, ভারতবাসীগণের শান্তিপূর্ণ সহাবস্থান সুদূঢ় অতীতকাল থেকেই বিভিন্ন দেশের মানুষ