মানুষের স্বার্থবুদ্ধি কেড়ে নিল একটি নিষ্পাপ প্রাণ
মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে পারল না অবোধ শিশু ঋষভ সিং৷ আট দিনের লড়াইয়ের পর মৃত্যুর কাছে হার মানতে হ’ল তাকে৷ গত ১৪ই ফেব্রুয়ারী সুকল যাওয়ার পথে পুলকার দুর্ঘটনায় আহত হয়েছিল ঋষভ৷
একটি অবোধ শিশুকে এভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হ’ল কেন? পুলকার দুর্ঘটনা কী নিছকই একটি ঘটনা? কে তাকে ঠেলে দিল এই দুর্বহ জীবনযুদ্ধে? অবশ্যই এই সমাজ, এই রাষ্ট্র৷ যে সমাজ যে রাষ্ট্র চতুর্দিক দিয়ে অন্যায়-অবিচার দ্বারা, অসত্যের দ্বারা পরিবৃত৷ স্বার্থের বন্ধনে জর্জরিত মানুষ দিন দিন বিবেকহীন বিচারবোধহীন পশুতে পরিণত হচ্ছে৷ তার বলি হতে হচ্ছে ঋষভের মত নিষ্পাপ অবোধ শিশুদের৷