সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
এন.আর.সির নামে বাঙালী বিতাড়নের প্রতিবাদে রানী রাসমনি রোডের সমাবেশ সফল করতে জেলায় জেলায় প্রচারে নেবেছে ‘আমরা বাঙালী’ কর্মীরা৷ উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচারে নেতৃত্ব দিচ্ছে নিরোধ অধিকারী, খুশীরঞ্জন মন্ডল সুবোধ বর্মন, বাসুদেব সাহা প্রমুখ নেতৃবৃন্দ৷ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও চলছে ব্যাপক প্রচার অভিযান, সমাবেশে অসম, ত্রিপুরা, ঝাড়খণ্ড থেকেও প্রতিনিধি আসবে৷
এদিকে পিছিয়ে নেই মহিলাসমাজও৷ গ্রাম শহরের পাড়ায় পাড়ায় ঘুরে প্রচারে নেবেছে ১৬ই নভেম্বরের সমাবেশকে সফল করতে৷ মহিলা সমাজের পক্ষ থেকে প্রচারে নেবেছেন সাগরিকা পাল, অনিতা চন্দ, বর্ণালী রায়, সোমা ভট্টাচার্য প্রমুখ নেতৃবৃন্দ৷