অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৮ই নভেম্বর হাওড়া জেলার জয়পুর ব্লকের ঝিখিরা গ্রামের বিশিষ্ট আনন্দমার্গী শ্রী অমিয় মাইতির  বাড়ীতে  তিনঘন্টাব্যাপী ‘বাবা নাম কেবলম্’ মহানামমন্ত্র কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷  এই উপলক্ষ্যে জেলার মার্গী ভাইবোনেরা শ্রী মাইতির বাসগৃহে  উপস্থিত হয়েছিলেন৷ কীর্ত্তনের স্বর্গীয় সুরমুর্চ্ছনায় আকৃষ্ট  হয়ে বহু গ্রামবাসী  অনুষ্ঠানে যোগ দেন ও অনেকেই আনন্দমার্গের আদর্শে উদ্বুদ্ধ  হয়ে আনন্দমার্গের সাধনা পদ্ধতি শিখতে আগ্রহী হন৷