সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ১৪ই মার্চ হাওড়া জেলার শ্যামপুরের সুলতানপুর আনন্দমার্গ স্কুলে আবেগঘন আধ্যাত্মিক পরিবেশে বসন্ত উৎসব পালিত হয়৷ এই উপলক্ষ্যে ৬ ঘন্টা অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন শেষে মিলিত ঈশ্বর প্রণিধান ও স্বাধ্যায় পাঠের পর উপস্থিত সকলে প্রথমে মার্গগুরুর প্রতিকৃতিতে আবির অর্পন করে তারপর নিজেদের মধ্যে আবির খেলায় মেতে ওঠে৷ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সুশান্ত শীল ও স্বতন্ত্র বৈতালিক৷