আমার কথা

লেখক
রামদাস  বিশ্বাস

মানুষ হয়ে জন্মেছি আজ

    আগে ছিলাম পশুর অধম৷

আহার নিদ্রা ভয়াদি সব

    পশুরই স্বাভাবিক ধরম৷

মানুষ হয়ে করলে তেমন

    তাকে মানুষ যায়না বলা৷

তেমনি আমি মানুষ হয়েও

    মর্মে পুষি ছলাকলা৷

জ্ঞান গরিমায় পারতাম হতে

    হইনি সেসব অবহেলায়৷

জীবনটাকে শেষ করেছি

    দিবানিশি হেলায় খেলায়৷

ভাইকে মেরে ভাই হন্তা

    হয়ে সাজি মেকী মহান৷

পশুপাখী মারি আমি

    গাছ কাটি আজ যে গাছ মহান৷

ভালবাসা মহামন্ত্র

    হয়নি শেখা স্বার্থ লাগি৷

তাতেই জ্বলে-পুড়ে মরি

    পরমপুরুষ নয় তার ভাগী৷