আনন্দমার্গ স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আগামী ৯ই ডিসেম্বর পূর্ব বর্ধমান জেলার কালনা নাদনঘাট নওপাড়া আনন্দমার্গ স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বিদ্যালয় প্রাঙ্গণে৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় বকপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান সঈদুল ইসলাম ও আরো অনেক বিশিষ্ট জন৷ অনুষ্ঠানটির আয়োজন করছেন স্কুলের অধ্যক্ষা অবধূতিকা আনন্দ প্রীতিসুধা আচার্যা ও আনন্দমার্গ প্রচারক সংঘের নওপাড়া শাখা সচিব শ্রীপ্রকাশ সাহা৷ সবারে করি আহ্বান৷