আনন্দমার্গ স্কুলের প্রাক্তন ছাত্রের যুগান্তকারী আবিষ্কার

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ছেলে সাবির হোসেন এক বিশেষ ধরণের পাউডার আবিষ্কার করেছেন যা ব্যবহারে খুবই অল্প সময়ের মধ্যে ক্ষতস্থানের রক্তপাত বন্ধ হয়ে যাবে৷ ভারতীয় সেনাবাহিনীর কাছে সাবিরের এই আবিষ্কার এক যুগান্তকারী উদ্ভাবন যা  যুদ্ধক্ষেত্রে বিশেষ উপযোগী হয়েছে৷ এই পাউডার ব্যবহার করে আহত সৈনিকের রক্তক্ষরণ মাত্র ২০ সেকেণ্ডে বন্ধ করা যাবে৷ তবে শুধু সৈনিকই নয় যে কোনও দুর্ঘটনায় আহত মানুষ এই পাউডার ব্যবহার করতে পারবে৷

সাবিরের এই আবিষ্কারের কৃতিত্ব স্বরূপ ভারতের ডিফেন্স রিসার্চ অ্যাণ্ড ডেভেলপমেণ্ট অর্গানাইজেশন (ডি.আর.ডি.ও) বিশেষ সম্মানে সম্মানিত করে সাবির হোসেনকে৷ গত ২২শে অক্টোবর নয়াদিল্লীতে ডি.আর.ডি.ও ভবনে আয়োজিত ডিরেক্টরস্ সম্মেলনে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং সাবিরের হাতে মানপত্র তুলে দেন৷ প্রতিরক্ষামন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, ডি.আর.ডি.ও চেয়ারম্যান সতীশ রেড্ডি ও সেনাবাহিনীর বিভিন্ন উচ্চপদস্থ ব্যষ্টিবর্গ৷ উপস্থিত সকলেই দেশের সেনাদের জীবন বাঁচাতে  সাবিরের এই যুগান্তকারী আবিষ্কারের তারিফ করেন৷

সাবিরের আদি বাড়ী পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ বাদুলিয়া গ্রামে৷ বাবা মেবারক হোসেন একটি রাইস মিল চালান৷ মা ইসমত আরা বেগম গৃহকর্ম নিয়ে থাকেন৷ সাবিরের প্রাথমিক শিক্ষা খণ্ডঘোষ আনন্দমার্গ স্কুলে৷ সেখান থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশ করেন বর্ধমান সি.এম.এস. হাইসুকল থেকে৷ পরে উচ্চশিক্ষার জন্যে তিনি কলকাতায় পাড়ি দেন ও সেণ্ট টমাস ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন৷