‘আনন্দমার্গে চর্যাচর্য’  বিধিতে বিবাহ অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৮ই নবেম্বর হাওড়া জেলার কুশবেড়িয়া নিবাসী স্বর্গীয় শ্রীহারাধন প্রামাণিক ও শ্রীমতি প্রতিমা প্রামাণিকের পুত্র সৌরভ প্রামাণিক বিবাহবন্ধনে আবদ্ধ হন হাওড়া বাসুদেবপুর নিবাসী শ্রীপ্রণবকুমার করণ ও শ্রীমতী মায়া করণের কন্যা শ্রীমা করণের সঙ্গে৷

মার্গী বিধিতে অনুষ্ঠিত এই বিবাহ অনুষ্ঠানের শুরুতে প্রভাত সঙ্গীত পরিবেশন করেন অবধূতিকা আনন্দ গতিময়া আচার্যা, তাঁকে তবলায় সঙ্গত করেন আচার্য সেবাব্রতানন্দ অবধূত৷ এরপর প্রভাতসঙ্গীত পরিবেশন করেন আচার্য চিরাগতানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দ পূর্ণপ্রাণা আচার্যা৷

বিবাহ অনুষ্ঠান শুরুর আগে আনন্দমার্গের সমাজশাস্ত্র ও আদর্শের ওপর বক্তব্য রাখেন আচার্য প্রসূনানন্দ অবধূত৷ বিবাহ অনুষ্ঠানটি পরিচালনা করেন পাত্রপক্ষে আচার্য প্রসূণানন্দ অবধূত ও পাত্রীপক্ষে অবধূতিকা আনন্দ সুমিতা আচার্যা৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আচার্য প্রমথেশানন্দ অবধূত৷ ৷