সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ২৮শে অক্টোবর কলকাতাস্থিত আনন্দমার্গের কেন্দ্রীয় আশ্রমে মার্গীয় বিধিতে একটি বৈপ্লবিক বিবাহ অনুষ্ঠিত হয়৷ এই বিবাহে পাত্র ছিলেন উত্তরপ্রদেশের রামমোহনজী, আর পাত্রী বিহারের নালন্দা জেলার বিশিষ্ট আনন্দমার্গী মহাবীরজীর দ্বিতীয় কন্যা বিভাকুমারী৷ এই বিবাহ অনুষ্ঠানে পাত্রপক্ষে পৌরোহিত্য করেন আচার্য চিতভাষানন্দ অবধূত ও পাত্রীপক্ষে পৌরোহিত্য করেন অবধূতিকা আনন্দ বিষ্ণুপ্রিয়া আচার্যা৷ সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন আচার্য কৃষ্ণস্বরূপানন্দ অবধূত৷