অসমে এন আর সি : অসন্তুষ্ট অসম সরকার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

অসমে এন আর সি বাতিলের দাবী জানাল অগপ, বিজেপি জোট সরকার৷ অর্থমন্ত্রী বিজেপি নেতা হেমন্ত বিশ্বশর্মা এন আর সি-র প্রাক্তন আহ্বায়ক প্রতীক হাজেলার তীব্র সমালোচনা করে সাংবাদিকদের কাছে বলেন অসম সরকার  হাজেলার প্রকাশিত নাগরিকপঞ্জীর তালিকার সঙ্গে একমত নয়৷ এই তালিকা যথাযথভাবে তৈরী হয়নি৷ তাই দল ও অসম সরকার এই নাগরিকপঞ্জীর তালিকা বাতিল করতে অমিত শাহের কাছে আবেদন করেছে৷

অসমে আমরা বাঙালী সংঘটনের এক মুখপাত্র বলেন  হেমন্তের বক্তব্যের সবটাই নাটক৷ এরাই এন আর সি করিয়েছে৷ আবার এখন বলছে এন আর সি মানব না৷ বাঙালী হিন্দু-মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে রাখতে অসম সরকার ও বিজেপি বাঙালীকে নিয়ে ফুটবল খেলছে৷ হেমন্ত অনেক আশ্বাস দিয়েছিল হিন্দু বাঙালীদের---এন আর সি নিয়ে অসমে হিন্দু বাঙালীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই৷ এখন নাগরিকপঞ্জী তালিকার বাইরে ১৯ লাখের অধিকাংশই হিন্দু বাঙালী৷ ডিটেনশন ক্যাম্পে নিহত ২৭ জনের অধিকাংশ হিন্দু৷ অথচ এ নিয়ে হেমন্তের কোন কথা নেই৷ ওই মুখপত্র বলেন--- অগপ- কংগ্রেস-বিজেপিতে পাল্টি খাওয়া নেতা হেমন্ত তাঁর বক্তব্যেও পাল্টি খাচ্ছেন৷ আসলে হিন্দু বাঙালীদের বিভ্রান্ত করে বিপথে চালনা করতে এন আর সি নিয়ে এখন উল্টো সুরে গাইছেন৷