অযোধ্যায় রামমন্দির

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

গত ৯ই নভেম্বর সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ ১৩৪ বছরের পুরোনো রামমন্দির-বাবরি মস্জিদ্ মামলার রায় ঘোষণা করেছে৷ এই রায়ে অযোধ্যার বিতর্কিত জমির পুরোটাই অর্থাৎ ২.৭৭ একর তৎসংলগ্ণ ৬৭ একর জমির অধিকার হিন্দু ধর্মাবলম্বীদেরই দেওয়া হ’ল৷ মুসলিমদের পক্ষে সুন্নি ওয়াকফ বোর্ডকে ওই জমির বাইরে ৫ একর জমি দিতে হবে৷ সেই জমিতে তারা মস্জিদ্ নির্মাণ করবে৷

রামলালার পক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের রামমন্দির নির্মাণের জন্যে একটি বোর্ড অফ ট্রাষ্টি তৈরী করতে বলা হয়েছে৷