লেখক
বিভাংশু মাইতি
লক্ষ লক্ষ বছর ধরে
বিবর্তনের সুদীর্ঘ পথ
নীরবে পাড়ি দিয়েছি আমরা৷
পঞ্চতত্ত্বের প্রদেশ পেরিয়ে
এককোষী-বহুকোষী
কীট-পতঙ্গ-বিহঙ্গ
স্তন্যপায়ী-চতুষ্পদী
কত লক্ষ জীবন পেরিয়ে
আজ আমরা দ্বিপদ মানুষ৷
মনন-মাধুর্যে, শৌর্যে-বীর্যে
প্রেম-প্রীতি-চেতনার দীপ্তিতে
আমরাই সেরা---সবার সেরা৷
সভ্যতার তুঙ্গদেশে শোভিত আমরা৷
আজ মানুষের কাছে প্রশ্ণ তাই
প্রগতির একী প্রহেলিকা
সভ্যতার মূল কথা কী শেষ হবে?
শরীর সর্বস্ব ভোগোন্মাদনায়
জড় জগতের মরিচীকায় মাখা!
মনের কী আজ মৃত্যু হবে
মেকী আধুনিকতার অগ্ণিকুণ্ডে
অর্থলোলুপতার মারণ রোগে
নগ্ণ সংস্কৃতির অমোঘ বজ্রপাতে৷
না না না সভ্যতার মৃত্যু নাই
আসুন কোমর বাঁধি, একে বাঁচাই
গড়ে’ তুলি এক নতুন মানব সমাজ
একসঙ্গে শুভপথে এগিয়ে যাই আজ৷
- Log in to post comments