বীরভূম মল্লারপুরে আনন্দমার্গের সেমিনার ও পথসভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বীরভূম জেলার ময়ূরেশ্বর ১ নং ব্লকের মল্লারপুরে আনন্দমার্গ প্রচারক সংঘের পক্ষ থেকে ব্লকস্তরে সেমিনারের আয়োজন করা হয়৷ এই সেমিনারে ময়ূরেশ্বরের বিভিন্ন ইউনিট থেকে প্রায় একশত মার্গী ভাই-বোন যোগদান করেন৷ কলকাতা থেকে আচার্য প্রসুনানন্দ অবধূত এই সেমিনারে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানের শুরুতে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী প্রতিকৃতিতে মাল্যার্পণ করেন আচার্য প্রসুনানন্দ অবধূত৷ প্রভাত সঙ্গীত, মিলিত অখণ্ড কীর্ত্তন ও গুরুপূজার মাধ্যমে সেমিনার শুরু হয়৷ এরপরে যোগ, স্বাস্থ্য, সার্বিক বিকাশ---এই বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা করেন আচার্য প্রসুনানন্দ অবধূত৷ বিকালে স্থানীয় বটতলা মোড়ে একটি পথসভা অনুষ্ঠিত হয়৷ এখানে প্রথমে বক্তব্য রাখেন আনন্দমার্গের অনুগামী শ্রী চিত্ত মণ্ডল৷ তিনি তাঁর বক্তব্যে আনন্দমার্গের সেবাকার্যের দিকগুলি তুলে ধরেন৷ এরপর সিউড়ির ডিট্. এস. আচার্য দিব্যজ্যোতি ব্রহ্মচারী৷ তিনি তাঁর বক্তব্যে আনন্দমার্গের শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে ব্যাখ্যা করেন৷ শেষে বক্তব্য রাখেন সভার মুখ্য বক্তা আচার্য প্রসূণানন্দ অবধূত৷ তিনি তাঁর বক্তব্যে বর্তমান সমাজের সার্বিক অবক্ষয়ের দিকটি তুলে ধরেন৷ তিনি বলেন শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী প্রদর্শিত সর্বাত্মক জীবন দর্শনই এই অবক্ষয়ের থেকে সমাজকে রক্ষা করবে৷