বিশ্বের প্রথম পেসার হিসাবে টেস্টে ৭০০ উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

ধর্মশালা সাক্ষী থাকল ইতিহাসের৷ বিশ্বের প্রথম পেসার হিসাবে টেস্টে ৭০০ উইকেট নিলেন জেমস অ্যান্ডারসন৷ ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে গেল ৪৭৭ রানে৷ ইংরেজ পেসার শনিবার সকালে কুলদীপ যাদবের উইকেট নিয়ে ইতিহাস গড়লেন৷

৪১ বছর বয়সে এক জন পেসার টেস্ট ক্রিকেট খেলছেন, এই দৃশ্য বিরল৷ সেই বয়সে রেকর্ড গড়লেন অ্যান্ডারসন৷ প্রথম পেসার হিসাবে তিনি ৭০০ উইকেট নিলেও টেস্টে সব থেকে বেশি উইকেট নেওয়ার তালিকায় রয়েছেন তৃতীয় স্থানে৷ তাঁর সামনে শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরন এবং শেন ওয়ার্ন৷ মুরলীধরন নিয়েছিলেন ৮০০ উইকেট৷ প্রয়াত স্পিনার ওয়ার্নের ঝুলিতে ৭০৮টি উইকেট৷ তাঁদের পরেই নাম অ্যান্ডারসনের৷ কিন্তু কোনও পেসার এখনও পর্যন্ত ৭০০ উইকেট নিতে পারেননি৷

২০০৩ সালে অভিষেক হয়েছিল অ্যান্ডারসনের৷ তখন জন্মও হয়নি ইংল্যান্ড দলে খেলা রেহান আহমেদ শোয়েব বশিরদের৷ টেস্ট ক্রিকেটকে প্রাধান্য দিয়ে ২০১৫ সাল থেকে ইংল্যান্ডের হয়ে সাদা বলের ক্রিকেট খেলা ছেড়ে দেন অ্যান্ডারসন৷ তার পর থেকে শুধু টেস্টেই দেখা যায় তাঁকে৷ ইংল্যান্ড দল অ্যান্ডারসনের বয়সের কথা মাথায় রেখে তাঁকে বিশ্রাম দিয়ে খেলায়৷ তার পরেও ৭০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেললেন অ্যান্ডারসন৷