সম্প্রতি সাইক্লোন বুলবুলের আঘাতে দুই ২৪ পরগণার সমুদ্র উপকুলবর্তী এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে৷ সরকারী হিসেবে রাজ্যে অন্ততঃ ৯ জনের মৃত্যু হয়েছে৷ ঘুর্ণীঝড় বিধবস্ত এলাকায় দুর্গত মানুষের সংখ্যা ১০ লক্ষের ওপর৷ নষ্ট হয়েছে ২ লক্ষ ১৫ হাজার জমির ধান চাষ৷ ২ লক্ষের বেশী ঘরবাড়ী ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ৮৫০০ হেক্টর জমির সব্জি চাষ নষ্ট হয়েছে৷ ৬,০০০-এরও বেশী বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে৷
সাগরদ্বীপ থেকে নিজস্ব সংবাদদাতা ঃ আয়লার দাপট ছিল বুলবুলেও, বরং ঝড়ের গতিবেগ আয়লার চেয়ে বেশি ছিল৷ তবু আয়লার মতো প্রাণহানি এবার হয়নি পূর্ব সতর্কতার জন্যে৷ বুলবুল যে সব অঞ্চলে আছড়ে পড়ার কথা ছিল সেখান থেকে লোকজন আগেই সরিয়ে নেওয়া হয়েছিল৷ উপকূল অঞ্চল থেকে সরিয়ে লক্ষাধিক মানুষকে রাখার জন্যে রাজ্য সরকার ৩১৮ টি ক্যাম্প নির্মাণ করেছে৷
সাগরদ্বীপ সংলগ্ণ অঞ্চলে ঝড়ের দাপট বেশী ছিল৷ আয়লার মত প্রাণহানি না হলেও ক্ষতির পরিমান আয়লার থেকে অনেক বেশী, প্রচুর কাঁচা বাড়ি-ঘর গাছপালা ভেঙে পড়েছে৷ সরকারী হিসেবে প্রায় দুলক্ষ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে৷