চন্দননগরে মার্গীয়বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২১শে এপ্রিল হুগলী জেলার চন্দননগর কুমোর পাড়ার বিশিষ্ট আনন্দমার্গী ধ্রুব রুইদাসের মাতৃদেবীর শ্রাদ্ধানুষ্ঠান আনন্দমার্গ বিধি মতে সম্পন্ন হয়৷ গত ১৮ই এপ্রিল ধ্রুব রুইদাসের মাতৃদেবী মাধবী দেবী পরলোক গমন করেন৷ তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছিলেন৷

এইদিন সকাল থেকেই স্থানীয় ইয়ূনিটের মার্গী ভাইবোনেরা শ্রীরুইদাসের বাসগৃহে সমবেত হন৷ অনুষ্ঠানের শুরুতে প্রভাত সঙ্গীত পরিবেশন করেন প্রিয়াঙ্কা দাস, মোহনলাল বাইরি৷ এর পর ‘ৰাৰা নাম কেবলম্‌’ মহানাম মন্ত্র কীর্ত্তন পরিবেশন করেন আচার্য বাসুদেবানন্দ অবধূত, প্রিয়াঙ্কা দাস ও মোহনলাল বাইরি৷ মিলিত ঈশ্বর প্রণিধানের পর শ্রাদ্ধ সম্পর্কে শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর রচনা থেকে পাঠ করা হয়৷ এরপর আনন্দমার্গের সমাজ শাস্ত্র ও শ্রাদ্ধানুষ্ঠানের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷ এরপর শ্রাদ্ধানুষ্ঠান পরিচালনা করেন আচার্য বাসুদেবানন্দ অবধূত৷ সবশেষে মাধবী দেবীর স্মৃতিচারণা করেন আচার্য বাসুদেবানন্দ অবধূত ও মাধবী দেবীর পুত্র ধ্রুব রুইদাস, পুত্র বধূ ও চিন্ময়৷