দেড় বছরের উপর ক্রিকেট না খেললেও রোহিত শর্মার উপরে চলে এসেছেন ঋষভ পন্থ

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

গত বুধবার আইসিসি-র টেস্ট র‌্যাঙ্কিং প্রকাশিত হয়েছে৷ সেখানে এক নম্বর বোলার হয়েছেন যশপ্রীত বুমরা৷ কিন্তু ব্যাটারদের তালিকায় অদ্ভুত একটি জিনিস লক্ষ করা গিয়েছে৷ প্রায় দেড় বছরের উপর ক্রিকেট না খেললেও রোহিত শর্মার উপরে চলে এসেছেন ঋষভ পন্থ৷ কী ভাবে হল এটি? টেস্ট ব্যাটারদের প্রকাশিত ক্রমতালিকায় প্রথম দশে একমাত্র ভারতীয় বিরাট কোহলি৷ তিনি সাতে রয়েছেন৷ এর পরেই রয়েছেন পন্থ৷ তিনি ১২তম স্থানে৷ তার পরে রয়েছেন রোহিত৷ সাধারণত ক্রিকেটারদের পারফরম্যান্সের উপর ভিত্তি করেই র‌্যা ঙ্কিং তৈরি হয়৷ কিন্তু ক্রিকেট না খেলেও কী ভাবে পন্থ এত উপরে রয়েছেন?

আসলে, টেস্ট ক্রিকেটে আইসিসি-র রেটিং পয়েন্ট বাড়াতে গেলে সংশ্লিষ্ট ক্রিকেটারকে ১২-১৫ মাসের মধ্যে ম্যাচ খেলতে হবে৷ না হলে রেটিং পয়েন্ট কমতে শুরু করবে তাঁর৷ ১৩ মাস আগে চোট পাওয়ার সময় পন্থের যে রেটিং পয়েন্ট ছিল, সেটাই তিনি ধরে রেখেছেন৷ যদি টেস্ট খেলতে আরও দু’-তিন মাস বা তার বেশি সময় লাগে তাঁর, সে ক্ষেত্রে রেটিং পয়েন্ট কমতে শুরু করবে এবং পন্থ আরও নীচে নেমে যাবেন৷ সাম্প্রতিক পারফরম্যান্সের পাশাপাশি ক্রিকেটারের কেরিয়ারের পারফরম্যান্সের ভিত্তিতেও রেটিং পয়েন্ট নির্ধারিত হয়৷ সে কারণেই পন্থ এত উপরে রয়েছেন৷ তবে সাম্প্রতিক র‌্যাঙ্কিংয়ে পন্থ উপরে আসেননি৷ রোহিতই খারাপ পারফরম্যান্সের কারণে নীচে নেমে গিয়েছেন৷ সে কারণেই এখন তিনি পন্থেরও নীচে৷