দিল্লির পুরসভা উপনির্বাচনে পঞ্জাবের ছায়া

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

পঞ্জাবের পর দিল্লী পুরসভার পাঁচটি ওয়ার্ডের উপনির্বাচনে মুখ থুবড়ে পড়ল বিজেপি৷ দিল্লীর তিনটি পুরসভায় ক্ষমতায় আছে বিজেপি৷ কিন্তু তিনটি পুরসভার পাঁচটি ওয়ার্ডের উপনির্বাচনে একটিতেও জয়ী হতে পারেনি বিজেপি৷ বিজেপির উল্লেখ্যযোগ্য পরাজয় শালিমারবাগ ওয়ার্ডে৷ এই ওয়ার্ডটি দীর্ঘদিন ধরে বিজেপির দখলে৷ বহু বছর ধরে শালিমারবাগ বিজেপির ভোট গড় বলে পরিচিত৷ এবার উপনির্বাচনে বিজেপির সেই দুর্গ ছিনিয়ে নেয় আম আদমি পার্টি৷ অন্যদিকে আম আদমির দখলে থাকা একটি ওয়ার্ডের উপনির্বাচনে কংগ্রেস জয়ী হয়েছে৷ এতে অনেকেই দিল্লীতে কংগ্রেসের উত্থানের সূচনা দেখছেন৷

চাররাজ্যে বিধানসভা নির্বাচনের সময় পঞ্জাব দিল্লী পুরনির্বাচনের ফল বিজেপি নেতাদের কাছে অশনি সংকেত৷ ইতিমধ্যে সবরকম শক্তি নিয়ে বঙ্গদখলের নেশায় ঝাপিয়ে পড়েছে বিজেপি৷ সেই সময় পঞ্জাব ও দিল্লী পুরসভার নির্বাচনে ছায়া রাজ্যে পড়তে পারে বলে রাজনীতিবিদরা মনে করছেন৷ এদিকে পুরনির্বাচনে বিজেপি পর্যদুস্ত হওয়ায় রাজ্য তৃণমূল খুশি৷