সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ৮ ও ৯ই মার্চ হাওড়া জেলায় রাণীহাটি আনন্দমার্গ আশ্রমে আনন্দমার্গ দর্শনের সামাজিক অর্থনৈতিক তত্ত্ব প্রাউট বিষয়ে এক মনোজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ প্রাউট কি ও কেন ও প্রাউট কিভাবে বর্তমান অর্থনৈতিক সমস্যার সমাধান করবে ও পুঁজিবাদী শোষণের বিনাশ ঘটিয়ে বিকেন্দ্রিত অর্থনৈতিক পরিকল্পনা রূপায়ন করে প্রতিটি মানুষের হাতে জীবন ধারণের নূ্যনতম প্রয়োজন পূর্তির আর্থিক ক্ষমতা তুলে দেওয়া হবে সেই বিষয়ে আলোচনা করেন আচার্য দেবেশানন্দ অবধূত ও শ্রীবকুলচন্দ্র রায়৷