সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
রাঢ় বাঙলার অংশ ঝাড়খণ্ডের আসন্ন বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ‘আমরা বাঙালী’ পাঁচজন প্রার্থী দিল৷ বাঙালী সংখ্যাগরিষ্ঠ ঝাড়খণ্ডে বাংলা ভাষা ও বাঙালীর অধিকার প্রতিষ্ঠা করতে ‘আমরা বাঙালী’ দীর্ঘদিন ধরে আন্দোলন করছে৷ যে পাঁচ কেন্দ্রে ‘আমরা বাঙালী’ প্রার্থী দিয়েছে---খরসোঁয়া জেনারেল কেন্দ্রে জয়মোহন সর্দার, যুগশুলাই জেনারেল কেন্দ্রে মোহনলাল রজক, টাটানগর জেনারেল কেন্দ্রে গার্গী রায় বিশ্বাস, বহরাগড়া জেনারেল কেন্দ্রে কৃষ্ণচন্দ্র জানা ও ইচাগড় জেনারেল কেন্দ্রে ব্যাসদেব মাহাত৷