কম্যুনিষ্ট নৃশংসতার বলি পঞ্চ দধীচির স্মরণে নিপীড়িত মানবতার মুক্তির শপথ গ্রহণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৫ই মার্চ ছিল দধীচি দিবস৷ পুরুলিয়ার আনন্দনগরে --- আনন্দমার্গের সর্বত্যাগী কর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় হতদরিদ্র মানুষগুলোর জন্যে গড়ে উঠেছিল নানা সেবাকেন্দ্র, স্কুল, শিশুসদন, স্বাস্থ্যকেন্দ্র প্রভৃতি৷ সর্বহারার দল কমিউনিষ্টরা আতঙ্কিত হয়ে পড়েছিল৷ মানুষ যদি এত উন্নয়নের ছোঁয়া পায় তাহলে সর্বহারা দলের অস্তিত্ব সঙ্কটে পড়বে৷

সময়টা ছিল ১৯৬৭ সাল৷ রাজ্যে তখন যুক্তফ্রন্ট সরকার৷ স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন জ্যোতি বসু৷ শাসকদলের মদতেই চিরাচরিত কম্যুনিষ্ট প্রথায় আনন্দমার্গে বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে ওই অঞ্চলের হতদরিদ্র সহজ সরল কিছু আদিবাসী মানুষকে আনন্দমার্গের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুললো৷ ক্ষেত্র প্রস্তুত করে ১৯৬৭ সালের ৫ই মার্চ আনন্দমার্গ আশ্রম আক্রমণ করে কম্যুনিষ্ট ঘাতক বাহিনী যার নেতৃত্বে ছিল কম্যুনিষ্ট পার্টির জেলার নেতৃবৃন্দ ও স্থানীয় ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও)৷ কম্যুনিষ্ট ঘাতক বাহিনীর আক্রমণ প্রতিহত করতে গিয়ে সেদিন নিহত হন আনন্দমার্গের পাঁচজন সর্বত্যাগী সন্ন্যাসী কর্মী, তারা হলেন--- আচার্য অভেদানন্দ অবধূত, আচার্য সচ্চিদানন্দ অবধূত, আচার্য অবোধ কুমার ব্রহ্মচারী আচার্য প্রবোধ কুমার ব্রহ্মচারী ও আচার্য ভরত কুমার ব্রহ্মচারী৷

কম্যুনিষ্ট ঘাতক বাহিনীর চক্রান্ত ব্যর্থ করে আনন্দমার্গ আজ সারা বিশ্বে তার বিজয় রথের পতাকা উড়িয়ে এগিয়ে চলেছে৷ আর সেই কম্যুনিষ্টরা শুধু পশ্চিমবঙ্গ নয় পৃথিবী গ্রহ থেকেই লুপ্ত হতে চলেছে৷

সেই দিন থেকে ৫ই মার্চ আনন্দমার্গ বিশ্বের সকল ইয়ূনিটে দধীচি দিবস পালন করে৷ পুরানের কাহিনী অনুযায়ী দধীচি মুনি আসুরিক শক্তির বিনাশ করতে আত্মত্যাগ করেছিলেন৷ কম্যুনিষ্ট অসুরদের প্রতিহত করতে সেদিন আনন্দমার্গের পাঁচজন সন্ন্যাসী আত্মত্যাগ করেন৷ তাই দিনটি দধীচি দিবস হিসেবে পালন করে আনন্দমার্গ৷

এই দিন মূল অনুষ্ঠানটি হয় সেদিনের ঘটনাস্থল আনন্দনগরে৷ এছাড়া কলিকাতা কেন্দ্রীয় আশ্রম সহ বিশ্বের সমস্ত ইয়ূনিটে দধীচি দিবস পালন করা হয়৷ এইদিন সারাদিন আনন্দমার্গীরা উপবাসে থাকেন ও সন্ধ্যায় ‘ৰাৰা নাম কেবলম্‌’ কীর্ত্তন ও মিলিত ঈশ্বর প্রণিধানের পর দধীচিদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে সমাজ থেকে পাপশক্তি বিনাশের শপথ গ্রহণ করে৷