কোদণ্ড

Baba's Name
শ্রী প্রভাতরঞ্জন সরকার

 কঃ+দণ্ড=কোদণ্ড, যার ভাবারূঢ়ার্থ হ’ল জলের বা মাটির সঙ্গে সংযোগরক্ষাকারী দণ্ড৷ প্রাচীন সংস্কৃতে ‘ক’ শব্দের একটি অর্থ ছিল ধনুকের ছিলা, চাক বা চাপ যা সেই ছিলার সঙ্গে সংযোগ রক্ষা করে চলত৷ তাই ধনুকের চাক (চক্র বা arc)–কে বলা হ’ত কোদণ্ড৷ 
প্রাচীন মহাযানী বৌদ্ধ ও পৌরাণিক হিন্দুদের যে সকল দেবতার সঙ্গে ধনুক থাকত তাদেরও কাউকে কাউকে চাপধারী বা কোদণ্ডধারী বলা হত৷ শিবের সম্বন্ধেও বলা হ’ত ‘‘কোদণ্ডদণ্ডপাশহস্ত্’’৷ বামাচারী তান্ত্রিক দেবী তথা বৌদ্ধতন্ত্রে স্বীকৃতা ষোড়শী বা রাজরাজেশ্বরী সম্বন্ধে  (আধুনিক যুগের জগদ্ধাত্রী এরই একটি বিবর্ত্তিত রূপ৷ জগদ্ধাত্রী পূজার ইতিহাস একটু পরে বলছি) বলা হয়েছে–‘‘পাশাঙ্কুশচাপধারিণী শিবা’’৷