করোনার প্রকোপ বাড়িয়ে শেষ হল সপ্তম দফার বোট

সংবাদদাতা
 পি.এন.এ.
সময়

ছোট খাট অশান্তির ভেতর দিয়ে ম্যারাথন নির্বাচনের শেষ হল সপ্তম দফা৷ সপ্তম দফায় রাজ্যের পাঁচজেলার মোট ৩৪টি কেন্দ্রে ভোট হয়৷ এর মধ্যে পশ্চিম বর্ধমানে ৯টি,দক্ষিণ দিনাজপুর ৬টি, মালদহে ৬টি, মুর্শিদাবাদে ৯টি ও দক্ষিণ কোলকাতার ৪টি আসনে ভোট হয়৷ কোথাও কোন বড় গণ্ডগোলের খবর নেই৷ তবে নির্বাচন কমিশনের অব্যবস্থা, বাহিনীর বিরুদ্ধে বাড়াবাড়ির অভিযোগ যথারীতি ছিল৷ এই দিন মাদ্রাজ হাইকোর্টও নির্বাচন কমিশনকে তীব্র ভর্ৎসনা করে৷ নির্বাচনে দৌলতে রাজ্যে দৈনিক করোনা বৃদ্ধির হার সর্র্বেচ্চ৷ মাদ্রাজ হাইকোর্টও দ্বিতীয় দফার করোনা সংক্রমণের দায় নির্বাচন কমিশনের ঘাড়ে চাপিয়েছে৷ এমন কি খুনের অভিযোগ আনা উচিত বলে মন্তব্য করেন৷