মানকিডীতে অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১২ই নভেম্বর ঝাড়খণ্ডের সিল্লিমানকিডিতে বিশিষ্ট আনন্দমার্গী শ্রীপ্রহ্লাদ মাহাতর বাড়ীতে নবান্ন উৎসব উপলক্ষ্যে ছয় ঘণটা ব্যাপী অখণ্ড ‘বাবানাম কেবলম্’ মহানাম মন্ত্র কীর্ত্তন অনুষ্ঠিত হয় প্রায় তিন শতাধিক মার্গী ও স্থানীয় গ্রামবাসীরা এই কীর্ত্তনে অংশগ্রহণ করে৷ দীর্ঘ ছয় ঘণ্টা সকলেই এক আধ্যাত্মিক পরিমণ্ডলে ও অনবদ্য স্বর্গীয় পরিবেশের মধ্যে দিয়ে অতিবাহিত করেন৷

কীর্ত্তনের শেষে আনন্দমার্গ দর্শন ও কীর্ত্তন মাহাত্ম সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য বোধিসত্ত্বানন্দ অবধূত, আচার্য বিশিষ্টানন্দ অবধূত, আচার্য সন্তোষানন্দ অবধূত ও ব্রহ্মচারিণী মন্দ্রিতা আচার্যা প্রমুখ৷ কীর্ত্তন শেষে নারায়ণ সেবারও আয়োজন করা হয়েছিল৷ বহু গ্রামবাসী স্বতঃস্ফূর্তভাবে এই কীর্ত্তনানুষ্ঠানে অংশগ্রহণ করেন৷