আমতা ঃ বর্তমান সামাজিক-অর্থনৈতিক দূরাবস্থা ও নারী নির্যাতনের প্রতিবাদে ১৩ই নভেম্বর আমতা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে গার্লস্ প্রাউটিষ্টের একটি মিছিল আমতা ব্লক উন্নয়ন কার্যালয়ের সামনে জমায়েত হয়৷ সেখানে বিভিন্ন দাবী সম্বলিত একটি স্মারকপত্র ব্লক উন্নয়ন আধিকারীকের হাতে তুলে দেওয়া হয়৷ পরে আমতা বাসস্ট্যাণ্ডের সামনে একটি পথসভায় গার্লস্ প্রাউটিষ্টের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন৷ তাদের বক্তব্যে বর্তমান সামাজিক অবক্ষয়, অর্থনৈতিক দূরবস্থা ও নারী জাতির প্রতি নির্যাতন ও অবহেলা প্রভৃতি বিষয়গুলি উঠে আসে৷ সভায় বক্তব্য রাখেন শ্রীমতী বর্ণালী রায়, শ্রীমতী গোপা শীল, অবধূতিকা আনন্দ নিরুক্তা আচার্যা অবধূতিকা আনন্দ গতিময়া আচার্যা প্রমুখ৷ তাদের অন্যতম দাবীগুলি ছিল ঃ---
l সর্বক্ষেত্রে নারী নির্র্যতনকারীর বিরুদ্ধে অতিদ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে৷l প্রতিটি নারীর অর্থনৈতিক নিরাপত্তা চাই৷l প্রাথমিক শিক্ষায় শিক্ষকতার কাজ শুধুমাত্র মহিলা শিক্ষকদের হাতে তুলে দিতে হবে৷lব্লকে ব্লকে অক্ষম নারী নিবাস ও প্রসূতি পরিচর্র্যকেন্দ্র খুলতে হবে৷l নারীদের আত্মরক্ষার্থে জুডো-ক্যারাটে প্রশিক্ষণ শিবির সরকারী উদ্যোগে খুলতে হবে৷ ইত্যাদি৷