নদীয়া জেলার গাংনাপুরে ‘বাবা নাম কেবলম্‌ অখণ্ডকীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২১ ফেব্রুয়ারী ২০২১ রবিবার নদীয়া জেলার অন্তর্গত গাংনাপুর ইরোলী গ্রামে বিশিষ্ট আনন্দমার্গী দেবকুমার মণ্ডলের বাসগৃহে নদীয়া ও ২৪ পদ্দরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিক দাদা-দিদি, ভাই-বোনের উপস্থিতিতে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত তিনঘন্টা ব্যাপী মানবমুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম্‌’ অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ প্রভাত সঙ্গীত ও মানবমুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম্‌’ পরিচালনা করেন-রাজলক্ষ্মী বণিক,সজল রায়, অবধূতিকা আনন্দ অন্বেষা আচার্যা, প্রিয়া সরকার, কাজল সরকার, আচার্য সত্যসাধনানন্দ অবধূত, ব্রহ্মচারিনী অনন্যা আচার্যা প্রমুখ৷ অখণ্ড কীর্ত্তন শেষে মিলিত সাধনা, গুরুপূজা ও স্বাধ্যায় হয়৷ সবশেষে আলোচনায় অংশগ্রহণ করেন কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য সত্যসাধনানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দ অন্বেষা আচার্যা৷ অনুষ্ঠান শেষে উপস্থিত ২০০ শতাধিক ভক্তকে নারায়নসেবায় আপ্যায়িত করা হয়৷