নদীয়ায় সেকেন্ড ডায়োসিস লেবেল সেমিনার অনুষ্ঠিত হল কৃষ্ণনগরে

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

৭,৮ ও ৯ই মার্চ ২০২৫ প্রতিদিন গড়ে ৫০ জন আনন্দমার্গী দাদা- দিদি, ভাই---বোনের উপস্থিতিতে কৃষ্ণনগর মোমিন পার্কস্থিত আনন্দমার্গ জাগৃতি ভবনে ৭,৮ ও ৯ই মার্চ ২০২৫ শুক্র রবিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে সারাদিন ব্যাপী সাফল্যের সঙ্গে এই সেমিনার অনুষ্ঠিত হয়৷ শুক্রবার তিন ঘন্টা ব্যাপী মানবমিুর মহামন্ত্র বাবানাম কেবলম অখন্ড সংকীর্তন, মিলিত ঈশ্বর প্রণিধান, গুরুপুজা ও স্বাধ্যায়ের পরে উদ্বোধনী অনুষ্ঠানে আসন গ্রহণ করেন আনন্দমার্গ প্রচারক সঙ্ঘের কেন্দ্রীয় প্রতিনিধি তথা সেমিনারের প্রধান প্রশিক্ষক (সম্পাদক- ‘‘নোতুন পৃথিবী’’) আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত ও নদীয়াভুক্তির ভুক্তিপ্রধান ডাঃ বৃন্দাবন বিশ্বাস৷ উক্ত বিশিষ্ঠ অতিথিদ্বয় সেমিনারের গুরুত্ব ও বৈশিষ্ঠ নিয়ে সংক্ষিপ্ত আলোকপাত করেন৷ এরপর কৃষ্ণনগর ডায়োসিস সেক্রেটারী আচার্য পরাজ্ঞানানন্দ অবধূত উক্ত বিশিষ্ঠ অতিথিদ্বয় সহ উপস্থিত সেমিনারে উপস্থিত প্রতিনিধিবৃন্দকে ধন্যবাদ জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন৷

দুপুরের মিলিত আহারের পরে মূল্যবান আলোচনায় অংশ গ্রহণ করেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷ তিনদিনব্যাপী এই সেমিনারে আরও দুজন প্রশিক্ষক উপস্থিত ছিলেনআনন্দমার্গ কেন্দ্রিয় কমিটির সদস্য৷ জেনারেল ট্রেনিং সেক্রেটারী প্রবীন সন্ন্যাসী আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত ও আনন্দমার্গ ইয়ূনিভার্সাল রিলিফ টিমের--(এল) সেক্টোরিয়াল সেক্রেটারী (দিল্লি সেক্টর) অবধূতিকা আনন্দ রসধারা আচার্যা৷ উভয়েরই আলোচনা ছিল যথেষ্ঠ মূল্যবান৷এছাড়া প্রতিদিন মার্গের নিয়মানুসারে গুরুসকাশ, পাঞ্চজন্য সকাল সন্ধ্যা প্রভাত সঙ্গীত, সামুহিক কীর্তন ও ঈশ্বর প্রণিধান হয়৷ সেমিনার আলোচ্য বিষয় ছিল--- (১)তন্ত্র ও সাধনা৷ (২) চতুরবর্গও ভক্তি৷ (৩) প্রাউটের অর্থনীতি- ব্যবস্থার কয়েকটি বৈশিষ্ঠ৷ (৪) আমাদের সমাজ শাস্ত্র৷