পণ্ডিচেরীতে আনন্দমার্গ দর্শনের ওপর আলোচনা সভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

২৮ ও ২৯শে আগষ্ট জীবন ও জগতের সর্বতোমুখী বিষয়গুলির ওপর শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী অবদান নিয়ে একটি আন্তর্জাতিক স্তরের মনোজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হয় পণ্ডিচেরী বিশ্ববিদ্যালয়ে৷ অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন পণ্ডিচেরী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, সংস্কৃতি, দর্শন ও আরও ছয়টি বিভাগ ও রেণেশাঁ ইয়ূনিবার্সাল, রেণেশাঁ আর্টিষ্টস্ এ্যাণ্ড রাইটার্স এ্যাশোসিয়েশন যৌথ ভাবে৷

আনন্দমার্গের আধ্যাত্মিক দর্শন ,নব্যমানবতাবাদ ভিত্তিক শিক্ষা, নব্যমানবতাবাদ, মাইক্রোবাইটাম প্রভৃতি বিষয়গুলিতে আনন্দমূর্ত্তির চিন্তাধারার নতুনত্ব ও মৌলিকত্ব নিয়ে আলোচনা করেন পণ্ডিচেরী বিশ্ববিদ্যালয় ও দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষা বিভাগের সঙ্গে জড়িত প্রাজ্ঞ ও বিশিষ্ট গুণীজনেরা৷

রাষ্ট্র যখন দুর্নীতির জালে জড়িত, অর্থনৈতিক মন্দা যখন চরমে, শিল্প, সাহিত্য-সংস্কৃতি যখন অবক্ষয়ের শেষ সীমায় রাষ্ট্রের শাসক ও অর্থনীতিবিদরা দিশেহারা, কলাজগতের কুশীলবেরা বিপথগামী---আনন্দমার্গই তখন পথ ও পাথেয়৷ সমাজকে সর্বতোভাবে সঠিক পথের দিশা দিতে পারে একমাত্র আনন্দমার্গই৷ তাই বর্তমান সময়ে আনন্দমার্গ দর্শনের ওপর এই ধরণের আলোচনা খুবই প্রয়োজন ও সময়োপযোগী৷

এই মনোজ্ঞ অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছিলেন আচার্য দিব্যচেতনানন্দ অবধূত ও তাঁকে সর্বতোভাবে সাহায্য করেন বিশিষ্ট আনন্দমার্গী সুপ্রকাশ গুহ ও আরো অনেকে৷