সকল অধিনায়কদের সাফল্যবার্র্ত মহেন্দ্র সিং ধোনির

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

দু’টি বিশ্বকাপ জিতেছেন, একটি চ্যাম্পিয়ন্স ট্রফি৷ ভারতকে টেস্টে এক নম্বর করেছেন৷ পাশাপাশি, তাঁর ঠান্ডা মাথাও সাফল্যের অন্যতম কারণ৷ সেই মহেন্দ্র সিংহ ধোনি ভারতের অন্যতম সেরা অধিনায়ক৷ পরিসংখ্যানও তাঁর হয়েই কথা বলে৷ এখনকার অধিনায়কদের উদ্দেশে সফল হওয়ার রাস্তা বলে দিলেন৷

মুম্বইয়ের এক অনুষ্ঠানে ধোনি বলেছেন, ‘‘সমীহ এবং বিশ্বাস শব্দ দুটোর মধ্যে যোগাযোগ রয়েছে৷ সাজঘরের কথা যদি বলেন, যতক্ষণ না সাপোর্ট স্টাফ এবং খেলোয়াড়েরা আপনাকে সমীহ করছে, তত ক্ষণ আপনি ওদের বিশ্বাস অর্জন করতে পারবেন না৷ আপনি কী বলছেন এবং কী করছেন তার উপর অনেক কিছু নির্ভর করে৷ হয়তো আপনি মুখে কিছু বলছেন না৷ কিন্তু আপনার আচরণই লোকের সমীহ আদায় করে নিচ্ছে৷’’

ধোনি মনে করেন, একজন সফল নেতার কাছে তাঁর কথার চেয়ে কাজটাই বেশি গুরুত্বপূর্ণ৷ ধোনির ব্যাখ্যা, ‘‘আমি বরাবর মনে করেছি, নেতা হিসাবে সমীহ আদায় করা গুরুত্বপূর্ণ৷ আপনি কোন পদে আছেন তার উপর এটা নির্ভর করে না৷ মাঝেমাঝে মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে৷ দল যদিও বা তার উপরে বিশ্বাস রাখে, সে নিজেই নিজেকে বিশ্বাস করে না৷ জোর করে কারও থেকে সমীহ আদায় করার চেষ্টা করেন৷ এটা স্বাভাবিক ভাবেই আসে৷ আপনার মধ্যে সেই বিশ্বাসটা এসে গেলে পারফরম্যান্সই তার প্রমাণ দেবে৷’’

নেতা হিসাবে সাজঘরের প্রত্যেক খেলোয়াড়কে বোঝা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন ধোনি৷ বলেছেন, ‘‘কিছু মানুষ চাপ ভালবাসে, কেউ ভালবাসে না৷ কার কী শক্তি এবং দুর্বলতা সেটা বোঝা দরকার৷ তা হলে সেই খেলোয়াড়কে না বলেই আপনি তার দুর্বলতা শুধরে দিতে পারবেন৷ এতে সেই খেলোয়াড় আত্মবিশ্বাসী হবে এবং নিজের উপর সন্দেহ দূর করে দেবে৷’’