সংবাদদাতা
পি.এন.এ.
সময়
মহারাষ্ট্রের নাগপুরের আইনজীবী পরিবারের সদস্য শারদ অরবিন্দ বোবদে প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন গত ১৮ই নভেম্বর৷ ১৬ই নভেম্বর অবসর নেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ৷ তাঁর শূন্যস্থানে স্থলাভিষিক্ত হলেন বোবদে৷