সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ১৩ই এপ্রিল উত্তর ২৪পরগণা জেলার শ্যামনগর আনন্দমার্গ স্কুলে আনন্দমার্গ দর্শনের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ আলোচনা সভায় স্থানীয় ইয়ূনিটের মার্গীভাই বোন ছাড়াও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন৷ আনন্দমার্গের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রবীন সন্ন্যাসী আচার্য অভিব্রতানন্দ অবধূত আনন্দমার্গ দর্শনের সামাজিক অর্থনৈতিক ও আধ্যাত্মিক বিষয়ের উপর আলোচনা করেন৷ আলোচনা শেষে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন---বর্তমান সমাজের সর্বস্তরে যে অবক্ষয় ও অর্থনৈতিক বৈষম্য তা দূরকরে সার্বিক শোষণমুক্ত আদর্শ সমাজ গড়তে হলে আনন্দমার্গ ছাড়া অন্য কোন পথ নেই৷
আলোচনা সভার আয়োজন করেছিলেন শ্যামনগর আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষা অবধূতিকা আনন্দমণিষা আচার্যা, তাঁকে সর্বতভাবে সাহায্য করেন প্রকাশ সাহা ও স্থানীয় ইয়ূনিটের মার্গী ভাইবোনেরা৷