সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
প্রাউটিষ্ট ইয়ূনিবার্সালের উত্তর পূর্বাঞ্চলের সংঘটন সচিব জানান আগামী ২০শে নভেম্বর থেকে ২৬শে নভেম্বর পর্যন্ত তেলিয়ামুড়া হাওয়াইবাড়ী মাষ্টার ইয়ূনিটে একটি বিশেষ শিক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে৷ এই শিক্ষা শিবিরে ত্রিপুরার প্রতিটি জেলা থেকে প্রাউটিষ্ট ইয়ূনিবার্সালের সমস্ত স্তরের কর্মীরা যোগ দেবেন৷
সাত দিন ব্যাপী শিক্ষা শিবিরে আজকের যুগপোযোগী সামাজিক-অর্থনৈতিক তত্ত্ব প্রাউট, মানবিক ও নৈতিক মূল্যবোধ, আধ্যাত্মিক অনুশীলনের প্রয়োজনীয়তা প্রভৃতি বিষয়ের ওপর আলোচনা হবে৷ তাছাড়া বর্তমান সামাজিক-অর্থনৈতিক পরিবেশে প্রাউটিষ্টদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা আলোচনা করা হবে৷