টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হবে প্রস্তুতি ম্যাচ

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নেপালকে অনুশীলন করার জায়গা করে দিল ভারত৷ ‘ফ্রেন্ডশিপ কাপ’এর আয়োজন করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড৷ সেখানে নেপাল খেলবে গুজরাত এবং বরোদার বিরুদ্ধে৷ ভারতের দুই রাজ্য দলের বিরুদ্ধে খেলবে নেপাল৷ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেটাই হবে তাঁদের প্রস্তুতি ম্যাচ৷ ভারতীয় বোর্ড এই সিরিজের আয়োজন করলেও ভারতের আন্তর্জাতিক দল খেলবে না এই প্রতিযোগিতায়৷

নেপাল ক্রিকেট সংস্থার পক্ষ থেকে গুজরাত এবং বরোদার সঙ্গে ত্রিপাক্ষিক সিরিজ খেলার কথা জানানো হয়েছে৷ ৩১ মার্চ থেকে শুরু হবে এই প্রতিযোগিতা৷ প্রথম ম্যাচ নেপাল বনাম গুজরাত৷ ৭ এপ্রিল পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা৷ নেপালের তরফে জানানো হয়েছে, ‘‘নেপাল, বরোদা এবং গুজরাত একটি ত্রিপাক্ষিক সিরিজ খেলবে৷ অনুশীলন করার জন্যই এই প্রতিযোগিতা খেলা হচ্ছে৷’’

গুজরাতের ভাপি শহরে খেলা হবে ম্যাচগুলি৷ প্রতি বছর এই ধরনের ফ্রেন্ডশিপ কাপ আয়োজন করার কথা ভাবছে ভারতীয় বোর্ড৷ এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জুন মাসে৷ সেখানে খেলার সুযোগ পেয়েছে নেপাল৷ সেই প্রতিযোগিতা খেলার জন্যই অনুশীলন করতে ভারতে আসবে তারা৷ খেলবে ফ্রেন্ডশিপ কাপ৷

উল্লেখ্য, যে সময় ফ্রেন্ডশিপ কাপ খেলা হবে, সেই সময় আইপিএল চলতে পারে৷ গুজরাত এবং বরোদা দলে তাই একাধিক বড় নাম অনুপস্থিত থাকবে৷ হার্দিক পাণ্ড্য, ক্রুণাল পাণ্ড্য, যশপ্রীত বুমরাদের নেপালের বিরুদ্ধে খেলতে দেখা যাবে না৷