তিলজলায় শিক্ষক সম্মেলন

সংবাদদাতা
নিজস্ব প্রতিনিধি
সময়

কলকাতা আনন্দমার্গ আশ্রমে আনন্দমার্গ প্রাইমারী স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হয় গত ৯ ও ১০ই নভেম্বর৷ ১০২টি স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষকরা এই সম্মেলনে যোগ দিয়েছিলেন৷

এই সম্মেলনে শিশু শিক্ষায় শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়৷ তাছাড়া দার্শনিক ঋষি শ্রীপ্রভাতরঞ্জন সরকার প্রবর্ত্তিত নব্যমানবতাবাদী শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়৷

আচার্য তথাগতানন্দ অবধূত আলোচনা করেন শিশুশিক্ষায় বিদ্যালয়ের শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়৷ আচার্য চিতিবোধানন্দ অবধূত আলোচনা করেন শিশুশিক্ষার সঙ্গে সঙ্গে শিশুর শারীরিক, মানসিক ও আত্মিক উন্নতি সাধনে আধ্যাত্মিক অনুশীলনের প্রয়োজনীয়তা সম্পর্কে৷

নব্যমানবতাবাদী শিক্ষা বিষয়ে আলোচনা করেন আচার্য প্রিয়কৃষ্ণানন্দ অবধূত৷ আচার্য নির্মলশিবানন্দ অবধূত আলোচনা করেন আননদমার্গ স্কুলগুলির সার্বিক উন্নতি কীভাবে সম্ভব৷