লেখক
ভবেশ কুমার বসাক
বর্ষা তুমি আসবে বলে
চাষীরা অপেক্ষায়
তোমার কথা ভেবেই আকাশ
মেঘের প্রতীক্ষায়৷
বর্ষা তোমার দেরী কেন
শুকিয়ে গেছে বালি,
অনেক শিশুই দেয়নি জানো
প্রথম হাততালি?
গাঁয়ের বধূ মেঘের ডাকে
আকাশ পানে চায়,
এ বছরে এখনও তুমি
এলেনা হায় হায়!
ক্ষেতের পাশে বীজতলাটা
দেখে কষ্ট হয়
সবার জন্যে বৃষ্টি আনুক
আনন্দ-অক্ষয়৷
বৃষ্টি তুমি সময়মত
এসো প্রতিবার
পরিমিত জলটি দিয়ে
প্রাণ বাঁচিও সবার৷
অঝোর ধারায় যেথায় নামো
ভাসাও কতকিছু,
জল থই-থই হয় যে সবই
উঁচু কিংবা নীচু৷
তাইতো তোমায় করজোড়ে
জানাই প্রার্থনা,
বে-হিসেবী হয়ে তুমি
দিও না যন্ত্রণা৷
- Log in to post comments