সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ২২শে নভেম্বর পুরুলিয়া জেলায় ‘আমরা বাঙালী’ জেল কমিটির ব্যবস্থাপনায় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় ভাট বাঁধপাড়া জেলা কার্যালয়ে৷
সম্মেলনে আগামী বিধানসভা নির্বাচন, আগামী নেতাজী সুভাষচন্দ্রের জন্মদিন ও ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক ভাষা দিবসের কর্মসূচী নিয়ে আলোচনা হয়৷ আলোচনায় স্থির হয় আগামী বিধানসভা নির্বাচনে জেলার ৬টি বিধানসভাকেন্দ্রে দল প্রার্থী দেবে৷ দলের চল্লিশ জন কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন৷ সম্মেলনের আয়োজক ছিলেন জেলা সচিব লক্ষ্মীকান্ত মাহাত ও সম্মেলনে সভাপতিত্ব করেন প্রফুল্ল মাহাত৷