সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
প্রতি বছরের মতো এবছরেও জুলাই মাসের শেষ রবিবার ২৮শে জুলাই আমতা আনন্দমার্গ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছাত্র অভিভাবক মিলিতভাবে বৃক্ষরোপন উৎসব পালন করা হয়৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ.ডি.এম ফটিক চক্রবর্তী ডঃ মদনগোপাল দাশ, বরুণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ৷ বিদ্যালয়ের ছাত্রছাত্রারা প্রায় ১৫০০ শিশু তরু মানুষের হাতে তুলে দেয়৷ চারাগাছ সরবরাহ করেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের আধিকারিক সুব্রত মান্না৷ অনুষ্ঠানটি সুচারুরূপে পরিচালনা করেন আনন্দমার্গ স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক শ্রীলক্ষ্মীকান্ত হাজরা ও সমস্ত শিক্ষক, অশিক্ষক কর্মচারী মিলিতভাবে৷
পুরুলিয়া বাগমুণ্ডি ব্লকের গাগি আনন্দমার্গ স্কুলের পক্ষ থেকে একই দিনে বৃক্ষরোপন উৎসব অনুষ্ঠিত হয়৷ স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রারা মিলিতভাবে প্রায় ১০০০ চারাগাছ রোপন করেন৷