লেখক
কৌশিক খাটুয়া
এসে, অনন্ত পথের সন্ধানে,
জড়াই প্রীতির বন্ধনে৷
যেথায় মানবতার বিপুল আয়োজন
যেথায় ভাতৃ প্রীতির মধুর সম্ভাষণ৷
যেথায় পলাশ-শিমূল রং ছড়াল লাল,
কৃষ্ণচূড়ায় মিলায় ছন্দ তাল৷
যেথায় বনে বনে কোকিল কুহুতান,
শাল-পিয়ালের সবুজ অবস্থান৷
যেথায় মৌন পাহাড়, নদীর কলতান,
যেথায় নির্জনতায় শান্তি বিরাজমান৷
যেথায় ষড় ঋতুর স্পষ্ট অনুভূতি,
যেথায় ফুলবনে উড়ছে প্রজাপতি৷
যেথায় পরমপিতার শুভ পদার্পণ,
কি আকর্ষণে আটকে আমার মন!
ছড়িয়ে আছে তন্ত্র পিঠস্থান,
অনুভূতির রোমাঞ্চকর স্থান৷
সেথায় সবার তরে অবারিত দ্বার,
হেথায় জগৎবাসীর আপ্যায়নের ভার
ন্যস্ত যার উপর, সেইতো আমার ঘর৷
আমার তোমার সবার প্রিয়
মোদের আনন্দনগর৷
- Log in to post comments