গত ৫ই এপ্রিল আনন্দমার্গ প্রচারক সংঘের সর্বত্যাগী কর্মী আচার্য বাসুদেবানন্দ অবধূত একটি বেসরকারী নার্সিং হোমে সকাল ৮টা ৫মিনিটে পরলোক গমন করেন৷ তাঁর দেহত্যাগের খবরে মার্গীমহলে শোকের ছায়া নেমে আসে৷ আচার্য বাসুদেবানন্দ অবধূত আদর্শ পরায়ণ নিষ্ঠাবান কর্মী ছিলেন৷ তিনি নিজেকে মার্গের আদর্শের প্রচারে ও মার্গের বহুবিধ কাজে সম্পূর্ণ বিলিয়ে দিয়েছিলেন৷ তিনি মার্গের সকলের অত্যন্ত প্রিয় ছিলেন৷
১৯৭৯ সালে তিনি লৌকিক পরিবার ত্যাগ করে বৃহৎ বিশ্বপরিবারের সেবায় নিজেকে বিলিয়ে দিতে আনন্দমার্গের সর্বত্যাগী কর্মীরূপে যোগ দেন৷ সেই দিন থেকে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত নিজের লক্ষ্যে স্থির ছিলেন৷ সাম্প্রতিক তিনি ক্যান্সারে আক্রান্ত হন৷ টাটা মেডিকেল সেন্টারে তাঁর চিকিৎসা চলছিল৷
তিনি মার্গের বিভিন্ন বিভাগে নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন৷ যখনই যে কাজের দায়িত্ব পেয়েছেন দক্ষতার সঙ্গে তিনি তাঁর দায়িত্ব পালন করে গেছেন৷ ভারতের বাহিরেও তিনি মার্গের আদর্শের প্রচারে কাজ করেছেন৷ শেষ কয়েকবছর তিন দিল্লী সেক্টরের ধর্মপ্রচার সেক্রেটারী ছিলেন৷ মৃত্যুর আগে পর্যন্ত তিনি তাঁর দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে গেছেন৷ তার মতো আদর্শবান শৃঙ্খলা পরায়ণ ও ত্যাগব্রতী কর্মীর অকাল প্রয়াণে মিশনের সকলেই শোকাহত৷
স্মরণসভা ঃ গত ৮ই এপ্রিল তিলজলা কেন্দ্রীয় আশ্রমে শোকস্তব্ধ পরিবেশে স্মরণসভা অনুষ্ঠিত হয়৷ উক্ত সভায় সর্বত্যাগী কর্মী ছাড়াও বহু আনন্দমার্গী ভাই-বোনেরা উপস্থিত ছিলেন৷ সকাল ১০টায় শোকসভা শুরু হয়৷ প্রভাত সঙ্গীত, বাবা নাম কেবলম্ কীর্ত্তন ও মিলিত ঈশ্বর প্রণিধানের পর সন্ন্যাসী, দাদা দিদি ও মার্গী ভাই বোনেরা অনেকে বাসুদেবানন্দদার কর্মজীবনে স্মৃতি তর্পন করে শ্রদ্ধা জানান৷ শোকবিহ্বল ও ভাবগম্ভীর পরিবেশের মধ্যে স্মরণসভা শেষ হয়৷ আচার্য বিকাশানন্দ অবধূত, আচার্য বিশুদ্ধাত্মানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ করুণা আচার্যা প্রমুখ স্মৃতি তর্পন করেন৷