আনন্দমার্গের প্রচারে সুইডেন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আনন্দমার্গ প্রচারক সংঘের বের্লিন সেক্টরে সেক্টোরিয়াল সেক্রেটারী আচার্য প্রবুদ্ধানন্দ অবধূত সম্প্রতি উত্তর ইউরোপে স্ক্যান্ডেনেভিয়ান দেশ-সুইডেন ও নরওয়েতে সংঘটনের কাজ পরিদর্শন  ও ধর্ম প্রচারের উদ্দেশ্যে  ইটালি (হেডকোয়াটার) থেকে যাত্রা শুরু করে সুইডেনের কার্টিনেভলম্  গিয়ে পৌছান, সেখানে প্রবাসী মার্গী শ্রী অসীম মণ্ডলের বাড়িতে একটি ধর্মসভায় আনন্দমার্গ দর্শনের ওপর মূল্যবান বক্তব্য রাখেন৷  স্থানীয় কিছু শুভানুধ্যায়ীসহ অন্যান্য প্রবাসী মার্গের অনুগামীরা এই ধর্মসভায় যোগদান করেন৷  ধর্মসভায় সমবেত প্রভাত সঙ্গীত, কীর্ত্তন ও সাধনার মধ্যে দিয়ে এক ভাবগম্ভীর আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়৷ দাদা আচার্য প্রবুদ্ধানন্দ অবধূত ‘‘মানব জীবনে সার্বিক কল্যাণে প্রকৃত গুরুর ভূমিকা কী? বিষয়ে একটি  মনোজ্ঞ আলোচনায় অংশগ্রহণ করেন৷ উপস্থিত সকলেই উক্ত  আলোচনায় ভূয়সী প্রশংসা করেন৷