আনন্দমার্গীয়  বিধিতে বৈপ্লবিক  বিবাহ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১১ই জুলাই আনন্দমার্গের সমাজশাস্ত্র অনুযায়ী কলিকাতার ক্ষুদিরাম পল্লীর বিশিষ্ট আনন্দমার্গী শ্রী সুশীল মণ্ডল ও শ্রীমতী কাজল মণ্ডলের পুত্র শ্রীমান সুশান্ত মণ্ডলের সঙ্গে কলিকাতা, ঠাকুরপুকুর নিবাসী শ্রী সুদীপ দত্ত ও  শ্রীমতী শ্রীপিয়া দত্তের কন্যা কল্যাণীয়া প্রিয়ংবদা দত্তের শুভবিবাহ অনুষ্ঠিত হয়৷

বিবাহানুষ্ঠানে পাত্রপক্ষে পৌরোহিত্য করেন আচার্য বোধিসত্তানন্দ অবধূত ও পাত্রীপক্ষে পৌরোহিত্য করেন অবধূতিকা আনন্দ সুমিতা আচার্যা৷ বিবাহানুষ্ঠানে প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিবেশন করেন শ্রীমতী সুনন্দা সাহা ও অন্যান্য আনন্দমার্গীরা৷

অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন শ্রীদীপেশ পাল৷

আনন্দমার্গের বিবাহ ব্যবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য বিকাশানন্দ অবধূত৷