সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
শ্রীরামপুর ঃ গত ১লা জুলাই ২০১৯ হুগলী জেলার শ্রীরামপুরের চাতরা নিবাসী একনিষ্ঠ আনন্দমার্গী শ্রীযুক্ত অমলেশ গুঁই মহাশয়ের মাতৃদেবী শ্রীমতী মীরা গুঁই (৬৫ বৎসর)এর শ্রাদ্ধানুষ্ঠান আনন্দমার্গের চর্যাচর্য অনুসারে সুসম্পন্ন হয়৷ এই অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য সুবিকাশানন্দ অবধূত৷ স্থানীয় মার্গী ভাইবোনেরা ও অন্যান্য আত্মীয়-স্বজন এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন৷ অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত, মহামন্ত্র ‘বাবানাম কেবলম্’ কীর্ত্তন, সাধনা, স্বাধ্যায়ের পরে শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করা হয়৷
আনন্দমার্গীয় বিধিতে শ্রাদ্ধ সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য সুবিকাশানন্দ অবধূত ও শ্রীযুক্ত প্রভাত খাঁ মহাশয়৷