সংবাদদাতা
পি.এন.এ.
সময়
মমতা ব্যানার্জীর তৃতীয় দফার সরকারেও অর্থমন্ত্রী হতে পারেন অমিত মিত্র৷ যদিও স্বাস্থ্যের কারণে তিনি এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন নি৷ মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দফার সরকার থেকে গত দশ বছর অর্থ দপ্তর সামলেছেন অমিত মিত্র৷ তাঁর যোগ্যতা ও সততা নিয়ে কোন প্রশ্ণ নেই৷ তিনি এক সময় বণিক সভা ফিকির মহাসচিব ছিলেন৷ মুখ্যমন্ত্রীর তিনি যথেষ্ট আস্থাভাজন৷ তাই মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী হিসেবে অমিত মিত্রের নাম প্রস্তাব করলে তিনি হয়তো রাজী হবেন৷